ঢাকাMonday , 26 March 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা ক্যাম্পে এনজিও’র বৈষম্য রুখে দাড়ানোর হুসিয়ারী সাংবাদিকদের

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে একজন বিশ্বমাতা হিসেবে পরিচিতি লাভ করেছে। কিন্তু রোহিঙ্গাদের কারনে যেসব স্থানীয়রা সার্বিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ছেলে/মেয়েদের চাকুরী না দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নিজস্ব আত্মীয়স্বজন ও পছন্দের লোকজনদের টাকা বিনিময়ে চাকুরী দিয়ে এনজিওরা চরম বৈষম্যের আশ্রয় নিয়েছে। রোববার বিকেল ৫টায় উখিয়া ষ্টেশন চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট শীর্ষক আলোচনা সভায় সাংবাদিক বক্তারা এসব কথা বলেন। উখিয়া প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ও উখিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তারা এনজিওদের হুশিয়ারী উচ্চারণ করে বলেন, ক্যাম্পে যে সমস্ত রোহিঙ্গাদের চাকুরী দেওয়া হয়েছে তাদেরকে অবিলম্বে ছাটাঁই করতে হবে। পাশাপাশি দেশের বিভিন্ন এলাকা থেকে নিয়ে এসে ক্যাম্পে যাদের চাকুরী দেওয়া হয়েছে তাদেরকে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দিয়ে তদস্থলে স্থানীয় ছেলে/মেয়েদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। অন্যথায় এলাকার ক্ষতিগ্রস্থ জনসাধারণকে নিয়ে উখিয়ার সাংবাদিকেরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। সভাপতির বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি, প্রবীণ সাংবাদিক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হুমায়ুন কবির জুশান, সাংবাদিক জসিম উদ্দিন চৌধুরী, সাংবাদিক শফিক আজাদ, মুহাম্মদ হানিফ আজাদ, কাজী হুমায়ুন কবির বাচ্চু, মাসুদ করিম ভূইয়া প্রমূখ। সভা সঞ্চালনা করেন উখিয়া প্রেসক্লাবের প্রভাবশালী সদস্য সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, বক্তারা উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় রেখে ও উখিয়ার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা করে ক্যাম্পের বিভিন্ন পদে স্থানীয় ছেলে/মেয়েদের আবারো নিয়োগ দানের আহবান জানান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।