ঢাকাTuesday , 9 March 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জ পুলিশ দ্বারা একটি চুরি হয়ে যাওয়া পাট বোঝাই লরি উদ্ধার…

Link Copied!

রায়গঞ্জ বিশেষ প্রতিনিধিঃ

গত ০৪.০৩.২০২১ তারিখ সকালে একজন গণেশ সরকার সাং-কাশিবাটি, থানা- রায়গঞ্জ (WB 25D 4177 নাম্বারধারী লরির মালিক তথা ড্রাইভার) রায়গঞ্জ থানায় অভিযোগ করেছিলেন যে, গত ০২.০৩.২০২১ তারিখে তিনি তার WB 25D 4177 নাম্বারধারী ট্রাকে করনদিঘী থানার অন্তর্গত টুঙ্গিদিঘিতে পাট বোঝাই করেন এবং উল্লিখিত পাট বোঝাই ট্রাকটি রায়গঞ্জ থানার অন্তর্গত শিলিগুড়ি মোড়ে গোবিন্দ সাহার গ্যারেজের নিকটে পার্ক করে এবং কাশিবতীতে তার বাড়িতে চলে যায়। এরপর গত 04.03.2021 তারিখ সকাল প্রায় ছয়টা নাগাদ তিনি সেই স্থানে ফিরে এসে দেখলেন যে তার পাট বোঝাই ট্রাকটি পার্কিংয়ের জায়গা থেকে নিখোঁজ রয়েছে। তিনি বিশ্বাস করেন যে তার পাট বোঝাই ট্রাকটি সেই জায়গা থেকে কোনো অজ্ঞাত দুর্বৃত্ত চুরি করে নিয়ে গেছে।

অভিযোগ দায়েরের পরপরই রায়গঞ্জ থানার পুলিশ দল টোল প্লাজার সিসিটিভি ফুটেজ সন্ধানের প্রস্থান পথ অনুসরণ করে এবং পরে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার সহায়তায় চোর চালকসহ ট্রাকটিকে নবগ্রামে আটক করা হয় এবং পরে রায়গঞ্জ থানার পুলিশ দল গিয়ে গ্রেপ্তারকৃত আসামি সমেত আটককৃত উক্ত পাট বোঝাই ট্রাকটিকে বাজেয়াপ্ত করে পুনরায় রায়গঞ্জ থানায় নিয়ে আসে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।