ঢাকাThursday , 25 March 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রামুতে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সপ্তম ম্যাচে মহেশখালীকে হারিয়ে রামু ফুটবল ট্রেনিং সেন্টার কোয়ার্টার ফাইনালে

Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রামুতে অনুষ্ঠিত হচ্ছে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১। কক্সবাজার সদর-রামু আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এ টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ মার্চ) রামু স্টেডিয়ামে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সপ্তম ম্যাচে রামু ফুটবল ট্রেনিং সেন্টারের কাছে ১-০ গোলে হেরেছে মহেশখালী ফুটবল ক্লাব। এতে টুর্ণামেন্টের সপ্তম দল হিসেবে কোয়াটার ফাইনালে খেলা নিশ্চিত করেছে, রামু ফুটবল ট্রেনিং সেন্টার। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের রিপন (৯ নং জার্সি)।
বুধবার বিকাল ৪ টায় রামু স্টেডিয়ামে অনুষ্ঠিত শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সপ্তম দিনের খেলায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রামুর কৃতিসন্তান চাইনিজ একাডেমি অব সাইন্সেস এর পরিবেশ বিশেষজ্ঞ ড. নাছির উদ্দিন। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২১ পরিচালনা কমিটির সহ-সভাপতি সাবেক কৃতিফুটবলার বিমল বড়ুয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির অর্থ সম্পাদক সজল বড়ুয়া জানান, রামুতে অনুষ্ঠিত হচ্ছে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। রামুর সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়দের পরিচালনায় এই টুর্ণামেন্ট পরিচালিত হচ্ছে। কক্সবাজার জেলার রামু, উখিয়া, চকরিয়া, মহেশখালী, পেকুয়া, কুতুবদিয়া ও কক্সবাজার সদর উপজেলার ১৬টি ফুটবল দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।
খেলার মাঠ ছিলো দর্শকের উপছেপড়া ভীড়। দুই দলের পরিচ্ছন্ন খেলা উপভোগ করে, মুহুর্মূহু করতালির মাধ্যমে। খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধে কোন দল গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে দলীয় অধিনায়ক টিপু বড়ুয়ার কর্ণার কিক থেকে বল পেয়ে, হেডে গোল করে, রামু ফুটবল ট্রেনিং সেন্টারের অভিজ্ঞ খেলোয়াড় রিপন। উভয় দলের খেলোয়াড়দের আক্রমণ পাল্টা আক্রমণে, পরিচ্ছন্ন ও টানটান উত্তেজনাপূর্ণ খেলা উপভোগে দর্শকরা উচ্ছসিত হয়ে উঠে। খেলায় রামু ফুটবল ট্রেনিং সেন্টার ১-০ গোলে মহেশখালী ফুটবল ক্লাবকে পরাজিত করে, কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলা পরিচালনায় মো. আবুল কাসেম রেফারী, সিরাজুল ইসলাম, কাইছার মুবিন ও দীন মো. মুসা সহকারি রেফারীর দায়িত্ব পালন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, ওমর ফারুক মাসুম। খেলায় ধারাভাষ্যে ছিলেন, বেলাল আজম হেলালী।
রামু ফুটবল ট্রেনিং সেন্টার : সাইফুল ইসলাম (গোলরক্ষক), টিপু বড়ুয়া (অধিনায়ক), মুকুট বড়ুয়া (সহ-অধিনায়ক), সালমান, রিদোয়ান,জমির-১, তাসিফ, নুরুল কবির, জমির-২, রিপন, বাধঁন। অতিরিক্ত খেলোয়াড় : রণি, দেলোয়ার, জয়নাল-১, আমিন সরওয়ার, জয়নাল-২, ইসমাইল, জনি।
মহেশখালী ফুটবল ক্লাব : নাজমুল (গোলরক্ষক), সাহেদ খাঁন (অধিনায়ক), শহিদুল ইসলাম সুজয়, নাজিম উদ্দিন, শ্যাম ত্রিপুরা, সাঈদ মো. রাকিব, শাহজাহান, এখলাস মিয়া, সোহেল, নাছির উদ্দিন,আসাদুজ্জামান। অতিরিক্ত খেলোয়াড় : মোজাহিদুল ইসলাম, তাজমিন আলম, ওসমান গণি, মো. সাঈম।
৩১ মার্চ বুধবার রামু ষ্টেডিয়ামে শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেণ্টের অষ্টম দিনে মুখোমুখি হবে ‘রামু উপজেলা ক্রীড়া সংস্থা’ বনাম ‘পালংখালী খেলোয়াড় সমিতি, উখিয়া।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।