ঢাকাMonday , 4 May 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১১হাজার টাকা জরিমানা

Link Copied!

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই জন মোটর সাইকেল চালক ও এক জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলা সদরের জামতলা মোড় সংলগ্ন লিখন ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারী গনেশ চন্দ্র কে সংক্রামন রোগ (প্রতিরোধ,নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫ ধারায় দশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোটর সাইকেলে তিন জন আরোহি থাকায় চালককে পাঁচশত টাকা ও অপর এক মোটর সাইকেল চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় তাকে দুইশত টাকা জরিমানা করা হয়।

সহকারি কমিশনার ভূমি ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম এই অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার সময় ভূরুঙ্গামারী থানার ওসি মুহাঃ আতিয়ার রহমান সহ তার সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জনস্বাস্থ্য-সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি হ্রাসকরণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূলের উদ্দেশ্যে ২০১৮ সালে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইনের ২৫ ধারা লংঘনের দায়ে লিখন ইলেকট্রনিক্স এর স্বত্বাধিকারীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।