বুধবার, ২১ এপ্রিল ২০২১, ০৭:৫৪ অপরাহ্ন
ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এক কম্পিউটারের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ৫ডিসেম্বর (শনিবার) রাতে উপজেলা পরিষদের সামনে সরকারি কলেজ রোডে অবস্থিত জাহাঙ্গীর কম্পিউটার নামের দোকানে চুরি হয়। জানাগেছে,কম্পিউটারের দোকানটির পিছন দিকের একটি জানালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরের একটি দল দোকানের ভিতরে প্রবেশ করে ঘরে থাকা ৪ টি লেপটপ ও একটি আইপিএস চুরি করে নিয়ে যায়।
জাহাঙ্গীর কম্পিউটার স্বত্তাধীকারি মোঃ জাহাঙ্গীর আলম জানান, অন্যান্য দিনের মতো শনিবার রাতেও সে খুব ভালো ভাবে চেক করে দোকান বন্ধ করে বাড়ী যায়। রবিবার সকালে দোকান খুলেই দেখতে পায় পিছনের জানালা ভাঙ্গা এবং দোকানে থাকা ৪ টি লেপটপ ও আইপিএস নেই। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।
Leave a Reply