ঢাকাSunday , 14 June 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ভূরুঙ্গামারীতে এক বছরেও সম্মানি পাননি ভোটার তালিকা হালনাগাদ কারীরা

Link Copied!

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভোটার তালিকা হালনাগাদের এক বছর অতিবাহিত হতে চললেও অদ্যাবধি সম্মানী পাননি ভোটার তালিকা হালনাগাদকারী শিক্ষকরা । কাজ করে পারিশ্রমিক না পাওয়া দুঃখ জনক বলছেন সংশ্লিষ্টরা। । তালিকা হালনাগাদের কাজ করা কয়েকজন সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ভোটার তালিকা হালনাগাদ করণে কাজ করেছি এক বছর অতিবাহিত হতে যাচ্ছে কিন্তু অদ্যাবধি আমরা আমাদের সম্মানী পাইনি।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, ২০১৯ সালের জুলাই মাসে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়।

নির্ভুল ভাবে তালিকা হালনাগাদের জন্য ২৭ জুন হালনাগাদকারীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। উপজেলায় নতুন ভোটার নিবন্ধিত হয় ১৫ হাজার ৩৫৯ জন এবং কর্তন করা হয় ৩ হাজার ৩৬ জনের। এছাড়া ৭৯৫ ভোটার স্থানান্তর করা হয়। ভোটার তালিকা হালনাগাদে ১৬ জন সুপারভাইজারের দায়িত্ব পালন করেন। তথ্য সংগ্রহকারীর দায়িত্ব পালন করেন ৮২ জন শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান বলেন, ভোটার তালিকা হালনাগাদকারীদের সম্মানী প্রদানের জন্য বরাদ্দ চেয়ে উদ্ধর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। অল্প কিছুদিনের মধ্যেই শিক্ষকরা তাঁদের সম্মানী পেয়ে যাবেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।