ঢাকাTuesday , 2 July 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী জেলা প্রশাসক পর্যায়ে তিন দিনব্যাপী বৈঠক শুরু

Link Copied!

রুহুল আমিন রুকু কুড়িগ্রাম থেকেঃ

বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী দু’জেলার মধ্যের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে উভয় দেশের জেলা প্রশাসক পর্যায়ে তিন দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে। ভারতের আসাম রাজ্যের ধুবরী ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেটের আমন্ত্রণে বাংলাদেশের সীমান্তবর্তী কুড়িগ্রামের জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের নেতৃত্বে ১০ সদেস্যের প্রতিনিধি দল রোববার ভারতের উদ্দেশ্যে রওয়ানা দেয়। সোমবার ধুবরী জেলা প্রশাসক কনফারেন্স কক্ষে দিনভর জেলা প্রশাসক পর্যায়ে দু’পক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন জানান, ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী দু’জেলা ধুবরী ও কুড়িগ্রাম জেলাবাসীর মধ্যে রয়েছে সম্প্রীতির অটুট বন্ধন। সীমান্তে ছোটখাটো নানান সমস্যা রয়েছে। আমরা উভয়পক্ষ আলোচনার মাধ্যমে সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক-চোরাচালান ও মানুষ হত্যাসহ নানাবিধ সমস্যার ইতিবাচক সমাধান খুঁজবো।জেলা প্রশাসকের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, কুড়িগ্রাম ২২ বিজিবি’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জামাল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. জিলুফা সুলতানা, ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার এসএইচএম মাগফিরুল হাসান আব্বাসী, চর রাজিবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভুঁইয়া, ডিপার্টমেন্ট অব ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সার্ভে, ঢাকার কানুনগো মো. আব্দুল হক।বাংলাদেশ ও ভারতের মধ্যে জেলা প্রশাসক পর্যায়ে সীমান্তের নানাবিধ সমস্যা ও সম্ভাবনা নিয়ে এ বৈঠকে একাধিক বিষয় গুরুত্ব পাবে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।এরমধ্যে বর্ডার এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানুষ হত্যায় জিরো টলারেন্সে নিয়ে আসা, মানব পাচার, মাদক চোরাচালান, সীমানা জটিলতা, ব্যবসা-বাণিজ্য, নদীর নাব্যতা ও নদীর সীমানা নির্ধারণ, পানি সরবরাহসহ আলোচিত ফেলানী হত্যা গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।