ঢাকাTuesday , 10 November 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

পাবনার বেড়ায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যমুনা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন 

Link Copied!

সরকার আরিফ ইখতেখার:

স্বাস্থ্যবিধি উপেক্ষা করে অদ্য ০৮ নভেম্বর,২০২০ (রবিবার) বেড়া উপজেলাধীন
নাকালিয়ায় যমুনা ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত মানুষের কোন প্রকার স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থাতো নেই, নেই
কোন মাক্স, নেই কোন সামাজিক দূরত্ব মানার বালাই। সকলেই গাদাগাদি করে
বসে আছে কোন রকম দূরত্ব নেই। শরীরের সাথে শরীর লাগালাগি করে দাঁড়িয়ে ও
বসে আছে সবাই। জনমনে প্রশ্ন উঠেছে, যমুনা ডায়াগনস্টিক সেন্টারের
ব্যবস্থাপনার যদি এমন চিত্র হয় তাহলে চিকিৎসা ক্ষেত্রে কি করবে?
অনুষ্ঠানের একজন বক্তা বলেন, আমরা সকলেই বুঝি যার যতদিন হায়াৎ আছে সে
ততদিনই থাকবে, চিকিৎসা নিতে এসে ধরেন এক জন মারা যায়, এই নিয়ে কোন
রকম হাঙ্গামা করা যাবে না, হায়াত মউত আল্লাহর হাতে।
এ বিষয়ে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স
এসোসিয়েশনের বেড়া শাখার সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম জানান, যমুনা
ডায়াগনস্টিক সেন্টার নামে কোন ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন হবে তা
আমার জান নেই। এ ব্যপারে কোন প্রকার তথ্য আমাদের অফিসে নেই।
উল্লেখ্য, আমন্ত্রনের চিঠিতে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের নাম থাকলেও শুভ
উদ্বোধনী ব্যানারে তার নাম নেই এবং কোন প্রকার স্বাস্থ্যবিধি মানা হয় নাই এ
ব্যাপারে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে জানতে চাইলে তিনি
মুঠোফোনে বলেন, আমাকে দাওয়াত দিতে আসলে আমি তাদেরকে বলি, আপনাদের
যমুনা ডায়াগনস্টিক সেন্টারের কাগজ-পত্র দেখান, ডায়াগনস্টিক কর্তৃপক্ষ
এখনো কোন কাগজ-পত্র আমাকে দেয়নি। স্বাস্থ্যবিধির ব্যাপারে বলেন, মাননীয়
প্রধানমন্ত্রীর ঘোষনা ‘মাস্ক নেই তো সেবা নেই’ নীতি কঠোরভাবে কার্যকর
করতে হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।