ঢাকাMonday , 19 October 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে চেয়ারম্যানঃ কাজি আল তারিক এর ব্যবস্থাপনায় শেখ রাসেল এর জন্মদিন পালিত

Link Copied!

পঞ্চগড়ে শেখ রাসেল যথাযথ মর্যাদায় জন্মদিন পালিত হয়, আজ রবিবার (১৮ অক্টোবর) বিকেল ৫ টার সময় পঞ্চগড় সদরের রামের ডাঙ্গা নূরানী তালিমুল কুরআন হাফিজিয়া মাদ্রাসায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল এর জন্মদিন পালিত হয়েছে। জন্মদিনের কেক কাটার পূর্বে মাদ্রাসার সকল ছাত্র ও শিক্ষক দের উপস্থিতিতে বক্তব্য রাখেন পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক। এ সময়ে তিনি বলেন বর্তমান আমাদের দেশে নারীদের প্রতি সহিংসতা, নির্যাতন ধর্ষণ , বেরেই চলেছে আপনারা যারা মৌলবী হুজুর আছেন প্রতিটি ক্ষেত্রে নারী নির্যাতন দমনে মসজিদে মাদ্রাসায় মানুষকে এবিষয়ে সচেতন মূলক আলোচনা করে জানিয়ে দেবেন। আমাদের সমাজে যেন আর কোন নারী দানবদের হাতে ধর্ষিত না হয়। তিনি আরো বলেন বর্তমান জনো নেত্রী শেখ হাসিনার সরকার নতুন আইন গঠন করেছেন সেটি হল কোন নারী ধর্ষিত হলে তার উপযুক্ত প্রমাণ থাকলে ধর্ষকের মৃত্যুদণ্ড অনিবার্য । এর পাশাপাশি আমরা যারা সচেতন মানুষ রয়েছি এ বিষয়ে সমাজে যেকোনো অন্যায় অবিচার যেন না হয় সেদিকে আমাদের লক্ষ রাখতে হবে, করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তাহলেই অদূর ভবিষ্যতে আমাদের নতুন প্রজন্মকে সুন্দর সমাজ উপহার দিতে পারব আমরা। কেননা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদরের পুত্র শেখ রাসেল কে দেশরত্ন জনো নেত্রী শেখ হাসিনা বর্তমান নতুন প্রজন্মের মাঝে খুঁজে পায়। তাই আমাদেরকে নতুন প্রজন্মের প্রতিটি শিশুর দিকে খেয়াল রাখতে হবে। একথা বলে কাজী আল তারিক তার মূল্যবান বক্তব্য শেষ করেন, এবং বক্তব্য শেষে শেখ রাসেলের জন্মদিন পালনে কেক কেটে তার আত্মার শান্তি কামনার জন্য মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ও সকল এলাকাবাসী দোয়া ও মুনাজাতে করেন। এ সময় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন, পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ওসমান গনি রতন সরকার, উপস্থিত ছিলেন ওয়ার্ড যুবলীগ সভাপতি কাজী জাহাঙ্গীর আলম, সদস্য আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ড যুবলীগ বিপ্লব হোসেন, এবং মোনাজাত পড়িয়েছেন মাওলানা আনিসুর রহমান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।