ঢাকাThursday , 16 April 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে টিসিবির সায়াবিন তৈল অবৈধ ভাবে  বিক্রির অপরাধে ৫-জনকে আটক করেছে  সদর থানার পুলিশ!!

Link Copied!

উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইল

নড়াইলে টিসিবির সায়াবিন তেল অবৈধ ভাবে বেচাকেনার অপরাধে পাঁচজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এ জরিমানা করা হয়। উজ্জ্বল রায় নিজস্ব প্রতিবেদক নড়াইল জানান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইরমান জানান, টিসিবির তেল খুচরা পর্যায়ে বিক্রির খবর পেয়ে নড়াইল সদরের বাঁশগ্রাম এলাকা থেকে প্রথমে এক দোকানিকে আটক করা হয়। পরে আরো তিন দোকানিকে আটক করা হয়। চার দোকানির কাছ থেকে টিসিবির ৬৭ লিটার সায়াবিন তেল উদ্ধার করা হয়। এদের মধ্যে সদরের হোগলাডাঙ্গার বাবু মিয়ার কাছ থেকে ২৬ লিটার, দৌলতপুরের উজ্জ্বল ভূঁইয়ার কাছ থেকে ১১ লিটার, দারিয়াপুরের রাসেলের কাছ থেকে ২০ লিটার এবং সম্ভুডাঙ্গার রফিকুল ইসলামের কাছ থেকে ১০ লিটার তেল পাওয়া গেছে। শহরের রূপগঞ্জের টিসিবির ডিলার পরিতোষ কুন্ডু (৬৫) এই চার দোকানির কাছে অবৈধ ভাবে সায়াবিন তেল বিক্রি করেছেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দিন জানান, টিসিবির তেল অবৈধ ভাবে বিক্রির দায়ে ডিলার পরিতোষ কুন্ডুকে ৬০ হাজার টাকা জরিমানা এবং খুচরা পর্যায়ের চার দোকানিকে আড়াই হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে ১৪ এপ্রিল দুপুরে টিসিবির ১৮ বস্তা চিনি (বস্তাপ্রতি ৫০ কেজি) এবং ২৪ বস্তা ছোলা (বস্তাপ্রতি ২৫ কেজি) অবৈধ ভাবে বেচাকেনা ও মজুদ রাখার অভিযোগে এক দোকানিসহ ডিলার পরিতোষ কুন্ডুকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার দু’দিন পরে আবারো অবৈধ ভাবে টিসিবির সায়াবিন তেল বেচাকেনা করায় পরিতোষ কুন্ডকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।