ঢাকাMonday , 24 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■: সোমবার (২৪ জুন) ‘এ্যাসিভিং দ্য সাসটেইনএবল ডেভেলপমেন্ট গ্লোস থ্রু ইফেকটিভ ডেলিভারী অফ সার্ভিস, ইনোভেটিভ ট্রান্সফরমেশন এন্ড এ্যাকাউন্টএ্যবল ইউনিস্টিউটিশন’ (দিবসের) এই মুল প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক পাবলিক সার্ভিস দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। র‌্যালি ও দিবসের উদ্বোধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সবাপতিত্ব করেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশন নেপাল চন্দ্র সরকার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: জসিম উদ্দিন পিপিএম (বার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী মাহাবুবুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইয়ারুল ইসলামসহ জেলা পর্যায়ে অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এ সময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, দৈনিক যুগান্তরের নড়াইল জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম শাহী, দৈনিক খবর পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি শেখ ফসিয়ার, দৈনিক সমাজের কাগজ পত্রিকার নড়াইল জেলা প্রতিনিধি বুলু দাস, দৈনিক একুশে নিউজ’র জাহাংগীর সেখ, পৌর কমিশনার মাহাবুর রহমান, আকতার মোল্যাসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে সরকারের সহযোগিতা করছি। রাষ্ট্রের মালিক জনগণ। এসডিজি’র এজেন্ডা অনুযায়ি রাষ্ট্রের জনগণকে সেবার অধিকার নিশ্চিত করার দায়িত্বও আমাদের। তেমনি জনগণেরও সেবা গ্রহণ সম্পর্কে সচেতন হতে হবে। সরকার দেশের পাবলিক সার্ভিস নিশ্চিত করতে ইনোভেশন জোরদার করেছে। সেবাগ্রহণকারী ও প্রদানকারী উভয়েরই সেবা প্রদান ও গ্রহণ সম্পর্কে আরো সচেতন ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, তবেই সকলে কাজের প্রতি দায়িত্বশীল হবে এবং জনসেবা নিশ্চিত করাও সম্ভব হবে। আলোচনা সভায় সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক, রাজনৈতিক প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।