ঢাকাMonday , 17 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের রাব্বীসহ পাঁচজন ভারতে এক বছর কারাভোগের পর হস্তান্তর

Link Copied!

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ (১৭,জুন) ভারতে এক বছর কারাভোগের পর নড়াইলের একজনসহ মোট পাঁচ বাংলাদেশি কিশোর-কিশোরীকে রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ। তাদের মধ্যে চারজন কিশোর ও এক কিশোরী। ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই কাপুর ডাং তাদের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আতিয়ার রহমানের হাতে তুলে দেন। ফেরত আসা বাংলাদেশি কিশোররা হচ্ছে- সাতক্ষীরার আবু রায়াহান,যশোরের শার্শার আপন, চাপাইনবাবগঞ্জের সেলিম, নড়াইলের রাব্বী ও কিশোরী ঝিনাইদহের শাহানা খাতুন। আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, ভালো কাজের আশায় দেড় বছর আগে এরা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের কোলকাতা শহর থেকে আটক করে। পরে তাদের এক বছর সাজা হয়ে যায়। সাজার মেয়াদ শেষে কলকাতায় বারসাত কিশোলয় নামে একটি শেল্টার হোমে তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।’ বিজিবি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্টথানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।