ঢাকাFriday , 7 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

Link Copied!

কে.এইচ.নজরুল ইসলাম,নরসিংদীঃনরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে  বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মোস্তাক আহমেদ (৩০) নামে পথচারী নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা ৬ টায় বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনাটি ঘটে।নিহত মোস্তাক আহমেদ বেলাব উপজেলার নিলক্ষিয়া গ্রামের ভিকচাঁন মিয়ার পুত্র। তিনি একই উপজেলার বারৈচা বাসস্ট্যান্ডে সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সিরিয়াল দেয়ার কাজ করতেন।বেলাব থানার অফিসার ইনচার্জ ফখরুদ্দিন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ভৈরব থেকে নরসিংদীগামী বেপরোয়া গতির একটি মোটরসাইকেল বারৈচা বাসস্ট্যান্ডে দাড়িয়ে থাকা অবস্থায় মোস্তাক আহমেদকে ধাক্কা দেয়।এতে সে গুরুতর আহত হলে তাকে প্রথমে বারৈচা বাসস্ট্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।পরে চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানোর কথা বলেন।ঢাকা নেয়ার পথে মোস্তাক মৃত্যুবরণ করে ।স্থানীয়রা অভিযুক্ত মোটরসাইকেল ও এক আরোহীকে আটক করলেও ঘাতক চালক পালিয়ে যায়।এঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।