ঢাকাFriday , 6 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে সড়ক দূর্ঘটনায় মৃত্যুর মিছিল, ৩ টি স্থানে দূর্ঘটনায় নিহত ৯ আহত ৪

Link Copied!

কে.এইচ.নজরুল ইসলাম,নরসিংদীঃ নরসিংদী জেলায় একই দিনে ৩ টি স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ৯ আহত ৪।নরসিংদী জেলা  রায়পুরা উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটর সাইকেলের ৪ জন আরোহী নিহত হয়েছে।এসময় গুরুতর আহত হয়েছে আরো এক পথচারী।শুক্রবার(৬ এপ্রিল) সকাল সাড়ে ৭ টার দিকে এদূর্ঘটনাটি ঘটে।নিহতরা হলো- শিবপুরের ঘোড়ারগাও এলাকার সুলতান মিয়ার ছেলে ইয়ামীন (২৪), রায়পুরার মরজাল পশ্চিম পাড়ার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে ডালিম (১৬), একই এলাকার সুরুজ মিয়ার ছেলে সোহাগ (১৭) ও আসাদ মিয়ার ছেলে রমজান (১৬)। তারা সকলেই শ্রমিক।ভৈরব হাইওয়ে পুলিশ নরসিংদী সাংবাদিকদের জানায়,আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ভৈরব থেকে ঢাকাগামী অনন্যা সুপার পরিবহনের একটি বাস রায়পুরার ঢাকা-সিলেট মহাসড়কের চারারবাগ এলাকায় পৌঁছলে বীপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলকে চাপা দেয়।এসময় মোটর সাইকেলটি বাসের নিচে চলে গেলে,  মোটর সাইকেলে থাকা ৪ জন আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী গুরুতর আহত হয়।ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।এলাকাবাসী পুলিশকে সংবাদ দিলে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৪ জনের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়।ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম. কাউছার নরসিংদী সাংবাদিকদের জানান, ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতদের লাশ ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে তাদের লাশ হস্তান্তর করা হবে।নরসিংদী সদর উপজেলার শাহেব প্রতাব এলাকায় মাইক্রোবাস ও মটর সাইকেলর মুখোমুখী সংর্ঘষে  মোটর সাইকেল আরোহী স্বামী স্ত্রী নিহত হয়েছে।দুপুর শাহেব প্রতাব এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন, মাধবদী থানার বিরামপুর গ্রামের আরিফুল ইসলাম(২৯)স্ত্রী মানসুরা বেগম (২৬)তাদের ২ সন্তান রয়েছে। নরসিংদী সদর হাসপাতাল ট্রাফিক পরিদর্শক হুমায়ুন সাংবাদিকদের বলেন,মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখী সংর্ঘষে আরিফুল ঘটনাস্থলেই নিহত হয়  ও তার স্ত্রী মানসুরাকে আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত ২ জনের মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পেরন করা হয়েছ।অপর দূর্ঘটনাটি ঘটেছে, নরসিংদী ঢাকা -সিলেট মহাসড়কের মাধবদী থানার চুনপাড়া পল্লীবিদ্যুৎ অফিসের সামনে।পথচারীরা জানান,সিলেট থেকে ছেরে আসা একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটির সাথে মূখোমুখী সংর্ঘষের দূর্ঘটনাটি ঘটে সাথে সাথে অটোর চালকসহ নিহত ৩ হয় ও ৩ পথচারী আহত হয়।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর ২ টায়।নিহতরা হলেন,মাধবদী পৌরশহরের উত্তর বিরাম মহল্লার ব্যবসায়ী মুকবুল হোসেন(৫২)ময়মনসিংহের রতন মিয়া(৪০) ও অটোরিকশা চালক আমদীয়া ইউনিয়ন বেলাটি গ্রামের তাহের উদ্দিনের ছেলে নয়ন মিয়া(২৬)। তাৎহ্মনিত আহত ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।