ঢাকাThursday , 20 February 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ধর্ষণের দায়ে আটক নিরব,ফাঁসির দাবিতে মানববন্ধন

এম.আর.জে শান্ত
February 20, 2020 10:48 am
Link Copied!

একজন নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছেন নায়ক নিরব। আর ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন চলছে বিশ্ববিদ্যালয়ে। এদিকে জেলখানায় বন্দি নিরবকে ফাঁসির জন্য গোসল করানো হচ্ছে। এ সবকিছুই ঘটেছে তবে তা বাস্তবে নয় বরং ‘হৃদয় জুড়ে’ সিনেমার ট্রেলারে এমনটাই দেখা গিয়েছে।

মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে চলচ্চিত্র ‘হৃদয় জুড়ে’। সিনেমাটি পরিচালনা করেছেন রফিক শিকদার, মূল ভূমিকায় অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকার।

টিজার এবং গানের পর এবার প্রকাশ হলো রফিক শিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’ সিনেমার ট্রেলার। সাড়ে ৩ মিনিটের ট্রেলারটিতে রয়েছে প্রেম, রোমান্স ও অ্যাকশন। এখানে নিরব ও প্রিয়াঙ্কা যেমন ভালোবাসায় ভেসেছেন, তেমনি তাদের সম্পর্কের তিক্ততাও দেখা যাচ্ছে।

একটি দৃশ্যে একজন নারীকে ধর্ষণের শিকার হতে দেখা যায়, ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন হতেও দেখা যায়। কিছুক্ষণ পরেই দেখা যায়, জেলখানায় বন্দি নিরব। ফাঁসির জন্য তাকে জেলখানায় গোসল করানো হচ্ছে, অন্যদিকে চলছে প্রিয়াংকার বিয়ের প্রস্তুতি।

ট্রেলারে আরও দেখা যায় প্রচুর অ্যাকশন দৃশ্য। কেন এত মারামারি? রহস্য ঘেরা এই ট্রেলারের রহস্য উম্মোচন হবে আগামী ২৮ ফেব্রুয়ারি। সিনেমাটি ওইদিন মুক্তি পাচ্ছে সারা দেশে। ‘হৃদয় জুড়ে’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিরব ও কলকাতায় প্রিয়াঙ্কা সরকার। আরও আছেন সাইফ চন্দন, পাপিয়া, ডন ও যুবরাজ।

রফিক শিকদার ২০১৭ সালের মার্চে শুটিং শুরু করেছিলেন ‘হৃদয় জুড়ে’ সিনেমাটির। নায়িকার সঙ্গে নির্মাতার ঝামেলা হয়, এরপর পরিচালকের মা এবং সিনেমাটির একজন অভিনেতা অসুস্থ ছিলেন। মাঝে পরিচালকের মা মারা গেছেন। এরপর গত বছরের মাঝামাঝিতে সিনেমাটির শুটিং শেষ করেন রফিক শিকদার। এখন মুক্তি অপেক্ষায়…।

‘হৃদয় জুড়ে’ প্রযোজনা করেছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। ছবিটির কন্টেইন্ট পার্টনার হিসেবে আছে লাইভ টেকনোলজি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।