বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৭:৩০ অপরাহ্ন
পুলক সরকার, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে করোনা সন্দেহে এক ব্যক্তির মৃতদেহসহ তার আত্মীয়কে নামিয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভোরে জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে এই মৃতদেহ নামানো হয়। মৃত ব্যক্তি হলেন মিজানুর রহমান (৫০)। সে নওগাঁ জেলার ধামুরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে।
করোনা সন্দেহে খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় এবং স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে গিয়ে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন।
জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় জানান, মৃত ব্যক্তি ঢাকায় শ্রমিকের কাজ করতেন সে দীর্ঘদিন ধরে অসুস্থ্য ছিলেন। গতকাল রাতে তার শাশুড়ী তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এসময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে শাশুড়ীসহ তাদের বাস থেকে নামিয়ে দেয়।
মৃতের পরিবারের সদস্যা মরদেহ নিয়ে নিজ গ্রামে দাফনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানাগেছে।
Leave a Reply