ঢাকাWednesday , 26 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ছেলেরা মাকে ফেলে গেছেন সড়কে, বুকে টেনে নিলেন ওসি। 

Link Copied!

এন এম সিকদার, স্টাফ রিপোর্টার।
অপ্রিয় হলেও সত‌্যি বেদনা দায়ক ঘটনা, এটি কোন সিনেমা বা কোনো নাটকের দৃশ্যপট নয়। ছেলে ফেলে সড়কে রেখে যাওয়া পরিত‌্যক্তা বৃদ্ধ মা ঠাঁই ফেলেন  থানার ওসির বুকে।এমন বিরল ভালো কাজের জন‌্য  মানুষের প্রশংসায় ভাসছেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম।
কুলাঙ্গার সন্তান মায়ের কাছ থেকে জায়গা সম্পত্তি লিখে নিয়ে রাতের আঁধারে সড়কে ফেলে রেখে গেছেন তার গর্ভের দুই সন্তান।
এমন খবর পেয়ে ছুটে যান আড়াইহাজার থানার ওসি। সড়কে পড়ে থাকা পরিত‌্যক্তা সেই মাকে তুলে নিয়ে আসেন থানায়।
এবং আটক করেন ওই দুই পাষণ্ড সন্তানকে। পরে ওসির উদ্যোগে দুই সন্তানের কাছ থেকে বৃদ্ধার নামে ২ শতাংশ জমি লিখিয়ে নেন। এতে ওই বৃদ্ধা মায়ের মাথা গোঁজার একটি ঠাঁই হলো।
মঙ্গলবার বৃদ্ধা খোদেজা বেগমকে বুকে টেনে নিয়ে ওসি নজরুল বলেন, আপনি আমার মা। আপনি একা নন,  আমি আপনার সন্তান।
বৃদ্ধা মা খোদেজা জানান, ১৯৭১ সালে তার স্বামী বিল্লাত আলী দুই ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। পরে পৈতৃক সূত্রে সন্তানেরা জমির মালিক হন।
 এক পর্যায়ে বৃদ্ধা তার বাবার বাড়ির জমি ও নিজের স্বামীর কাছ থেকে প্রাপ্য ২০ শতাংশ জমি চার বছর আগে সন্তানদের নামে লিখে দেন।
পরে সন্তানেরা  ভাত কাপড় তো দূরের কথা। সন্তানদের কাছে মাথা গোঁজার ঠাঁই পর্যন্ত হলনা তার। এমনকি ছেলেদের স্ত্রীরাও তাকে বিভিন্ন সময় মারধরও করতো। বকা ঝকা করতো। ঠিকমত খাবার দিতনা। ১৫ দিন আগে ছেলেরা তাকে রাতের আঁধারে সড়কে ফেলে যায়। তার থাকার ঘরেও তারা তালা ঝুলিয়ে দেয়। উপজেলার চৈতনকান্দা এলাকায় একটি সড়কে তিনি পড়ে ছিলেন।
ওই বৃদ্ধা বলেন, আল্লায় পোলাডার (ওসির) ভালো করুক। আমার কাছে তো ওরে দিমু তেমন কিছু নাই। তবে আল্লায় ওর ভালো করবো। অনেক বড় অইবো দোয়া দিলাম।
ওসি নজরুল ইসলাম বলেন, আমি একজন অসহায় মায়ের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি বৃদ্ধার থাকার একটু ব্যবস্থা করে দিতে পেরেছি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।