ঢাকাTuesday , 14 January 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার এবং ৩ আসামি সহ ট্রাক আটক 

Link Copied!

 

এনবি নিউজ একাত্তর –  ১৪ জানুয়ারি  রাএি অনুমান ১২.০৫ টার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল এর নেতৃত্বে একটি টিম গোবিন্দগন্জ- ঘোড়াঘাট রোডে রাত্রি কালিন ডিউটি করার সময় গোপন সুত্রে ভিত্তিতে “মিথিলা এন্টারপ্রাইজের” ঢাকা মেট্রো -ট ১৫-৫৫৪৮ নম্বরের একটি ট্রাক হিলি সীমান্ত এলাকা হতে ফেনসিডিল নিয়ে ঢাকা অভিমুখে যাবার পথে থানার গেটে আটক পূর্বক তল্লাশি করে ট্রাকের কেবিনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে সেই সাথে মাদক ব্যবসায়ী ও আসামি ১)ইয়াকুব আলী (২৮) আব্দুল মজিদ সাং পাকুরিয়া থানা নবাবগন্জ জেলা দিনাজপুর, ট্রাকের চালক আসামি ২) দীন ইসলাম (৩২) পিতা বাদশা মিয়া সাং হরিন ধারা থানা সাভার জেলা ঢাকা ও আসামি ৩) আশরাফুল শাহ (২১) পিতা শহীদুল শাহ সাং তালঘরিয়া পলিথিন বাজার থানা বাঘমারা জেলা রাজশাহীদের কে আটক করে। এই চক্র দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা হতে ট্রাকে অন্যান্য মালামালের আড়ালে ফেনসিডিল বহন করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

উদ্ধার কৃত ফেনসিডিলের মূল্য অনুঃ ১লাখ ৫০ হাজার টাকা। আসামি দ্বীন ইসলামের বিরুদ্ধে ঢাকার আদালতে ১ টি মাদক মামলা বিচারাধীন আছে। অপর আসামি ইয়াকুব আলী পেশাদার মাদক ব্যবসায়ী হলেও এর আগে পুলিশ কখনো তাকে আটক করতে পারে নাই। এ বিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।