ঢাকাTuesday , 10 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা মালিবাড়ীতে শিক্ষা প্রতিষ্ঠান, স্পোর্টিং ক্লাবের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

Link Copied!

গাইবান্ধা সদর প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলার ২নং মালিবাড়ী ইউপির ২০১৭-১৮ অর্থ বছরের   LGSP- 3  বরাদ্দকৃত অর্থায়নে  শিক্ষা প্রতিষ্ঠান, স্পোর্টিং ক্লাব, হাট বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে  ক্রিড়া উপকরণ বিতরণ করা হয়। বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার, 
মোঃ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি  অরুণ দর্শী চাকমা, ডি এফ, গাইবান্ধা, ওর্য়াড সভাপতি  মোঃ ডিপটি মিয়া,  সার্বিক তত্বাবধানেঃ জনাব মোঃ আলী আযম শাহ্ (রুনু), চেয়ারম্যান ২নং মালিবাড়ী, এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ বকুল মিয়া (সচিব), ইউপি সদস্য  মোঃ সায়দার হোসেন,  আবু হোসেন, আতাউর রহমান বাবলু, আশরাফুল আলম, আঃ আজিজ শাখা, খয়বর হোসেন, মমিনুল হক, সায়রা বেগম, সবিতা রানী, শান্তি বেগম ও  আবু কায়ছারে সম্রাট উদ্দ্যক্তা,  সকল  প্রতিষ্ঠানের প্রধান ও  শিক্ষাকবৃন্দ সুধীমহল । LGSP- 3 এর অর্থায়নে মোট ৫০ টি প্রতিষ্ঠানে মাঝে  ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী ও  কাবিলের বাজারে  ১৬০ পরিবারের মাঝে স্যানিটারী ল্যাটিনের রিং স্লাব বিতরণ করা হয় ।  যা অত্র ইউপির পক্ষ থেকে আয়োজন হয়, এছাড়া বিগত সময়ে ইউপি অফিস মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাশরুম, বার্থরুম,কমনরুম নির্মাণ  টিউবয়েল ও শিক্ষা উপকরণ, আলমারি বিতরন  করা হয়। শুভেচ্ছা বক্তব্যে গাইবান্ধা সদর নির্বাহী অফিসার  উপস্থিত  শিক্ষকবৃন্দের দৃষ্টি আকর্ষন করেন,  শুরুতে শিশু সুশিক্ষা পেলে বাড়বে শিশু গুনে বলে, ছেলে মেয়েদের সঠিক শিক্ষা দিতে হবে, সুশিক্ষার মাধ্যমে প্রতিটি ছাত্রছাত্রীদের যোগ্য নাগরিক, মেধাবী  করে গড়ে তুলতে হবে,  তাহলে আমাদের দেশ অনেক এগিয়ে যাবে তিনি উল্ল্যেখ করে বলেন আমরা দেখছি বিভিন্ন সময় বিভিন্নভাবে মাদকের কড়ালগ্রাসে  মেধাবী ছাত্রছাত্রীরা ভুলপথে পা বাড়িয়ে তাদের  জিবনকে  নষ্ট করে দিচ্ছে, সেদিকে অভিভাবকদের নজর রাখতে হবে।  সন্ধার পর কোন বাচ্চাকে বাজারে কোন খরচ আনতে পাঠাবেন না।  তাদের পড়ার টেবিলে রাখবেন। ইউপি চেয়ারম্যানকে অবগত করেন, সন্ধার পর কোন বাজারে ক্যারাম বোর্ড খেলা চলবে না।  এবং রাত্রি ৯টার পর টেলিভিশন বন্ধ রাখতে হবে, অভিবাবকদের বলেন, আমরা প্রতিনিয়ত ভুল করছি যা অকারনে বিড়ি সিগারেট পান গুল ব্যবহার করছি সেগুলো বর্জন করতে হবে, আমরা কি করছি বাজারে দুধ বিক্রি করে  বিড়ি কিনছি, ১ প্যাকেট বিড়ির মূল্যে ১৫ টাকা ৩ টি কলমের দাম ১৫ টাকা,  ২ টি পানের দাম ১০ টাকা,
১ পোয়া দুধের দাম ১০ টাকা, ২টি সিগারেটের দাম ২২ টাকা, ২টি আপেলের দাম ২২ টাকা, আরো অনেক,  আমরা ভাল কাজ না করছিনা  বরং নিজের  হাতে নিজে বিষ কিনে খাচ্ছি, সময় থাকতে এসব পরিবর্তন করতে হবে।  পরিশেষে গাইবান্ধা সদর উপজেলাকে মডেল উপজেলা  রূপদান করতে  সকলের সহযোগিতা কামনাকরেন, উপস্থিত সকলকে  শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে শেষ করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।