ঢাকাThursday , 3 January 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি

Link Copied!

মনজু হোসেন জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়-১ (সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মজাহারুল হক প্রধান বলেন, পঞ্চগড়ের উন্নয়নে কাজ করতে চাই। এ জন্য গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি। সাংবাদিকদের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা আশা করছি।
তিনি মঙ্গলবার রাতে সদর উপজেলার বুড়িপাড়াস্থ নিজ বাসভবনে পঞ্চগড় প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কে ভোট দিল আর কে দিলনা, সেটা বড় কথা নয়। এখন আমি সবার সংসদ সদস্য। পঞ্চগড়ে বাইপাস, ফ্লাইওভার নির্মাণ করা খুবই জরুরি। একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। বাংলাবান্ধা পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ করতে চাই। এর আগেও আমি সংসদ সদস্য ছিলাম। আমার পরিবারের কারো নামে কোন বদনাম নেই। ভবিষ্যতেও হবে না।’
তিনি আরো বলেন, ‘নবম জাতীয় সংসদ নির্বাচনে আমি সংসদ সদস্য হওয়ার পর সংসদে দাঁড়িয়ে প্রথম বক্তব্যে ঢাকা থেকে পঞ্চগড় পর্যন্ত রেল যোগাযোগের দাবি জানিয়েছিলাম। প্রধানমন্ত্রী আমার সেই কথা রেখেছেন। এখন পঞ্চগড়ের মানুষ সরাসরি রেল যোগে ঢাকা যেতে পারছেন।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সাংবাদিকদের বাদ দিয়ে কখনো উন্নয়ন সম্ভব নয়। সকল প্রকার উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। সে কারণেই আমি প্রতিটি কাজে আপনাদের সহযোগিতা চাই।’
তিনি বলেন, ‘কাজ করতে গেলে অনেক সময় ভুল হয়ে থাকে, আপনারা আমার সেই ভুলগুলো ধরিয়ে দিয়ে আমাকে শুধরানোর সুযোগ করে দিবেন। আমি পঞ্চগড়ের মানুষের জন্য কাজ করতে চাই।’
এর আগে সংসদ সদস্য থাকার সময় আমি পঞ্চগড়ের উন্নয়নে বেশ কিছু কাজ করেছি আর এবার আমার অবশিষ্ট উন্নয়ন কাজগুলো করতে চাই। আমি পঞ্চগড়ের মাটি ও মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে চাই।
এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, এসএ মাহমুদ সেলিমসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৩০জন সাংবাদিক উপস্থিত ছিলেন

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।