ঢাকাWednesday , 11 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কোটচাঁদপুরে পুলিশি গ্রেফতারের প্রতিবাদে ব্যবসায়ীদের ধর্মঘট

Link Copied!

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আব্দুস সোবাহান নামে এক ব্যবসায়ী কে পুলিশি গ্রেফতারের প্রতিবাদে কোটচাঁদপুরে সব ধরনের ব্যবসায়ীদের চলছে ধর্মঘট। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয় এই ধর্মঘট। ব্যবসায়ীদের হুমকি পুলিশি হয়রানী বন্ধ না হলে অনির্দিষ্ট সময়ের জন্য চলবে এই ধর্মঘট। এদিকে সকাল থেকেই কোটচাঁদপুর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। জানাযায়, কোটচাঁদপুর শহরের সোবাহান ইলেট্রনিক্স এর মালিক আব্দুস সোবাহান কে গত রাত ৯ টার দিকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোটচাঁদপুর থানা পুলিশ গ্রেফতার করে। কোন অভিযোগ ছাড়া ব্যবসায়ী কে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতারের প্রতিবাদেই এই ধর্মঘট বলে জানান ব্যবসায়ী নেতারা। বুধবার সকাল থেকেই কোটচাঁদপুর শহরের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র এমনকি কাচাঁ বাজার,মাছ বাজার সহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীরা জানান, আজকের মধ্যে যদি ব্যবসায়ী আব্দুস সোবাহান কে মুক্তি দেওয়া না হয়, তাহলে আরো কঠোর আন্দোলনের হুমকি দেন। এমন কি থানা ঘেরাও হতে পারে বলে জানান। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা গ্রেফতারের ঘটনা নিশ্চিত করে জানান, তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসা হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।