বুধবার, ১৪ এপ্রিল ২০২১, ০৭:১৪ অপরাহ্ন
রুহুল আমিন রুকু, স্টাফ রিপোর্টার: উলিপুরের প্রত্যন্ত অঞ্চলে যুবকদের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করে শতশত লোকের চলাচলের পথ সুগম করেছেন।
জানা গেছে, কুড়িগ্রামের উলিপুর উপজেলার প্রত্যন্ত অঞ্চল ব্রহ্মপুত্র নদের পার্শ্ববর্তী বেগমগঞ্জ ইউনিয়নের আকেল মামুদ রসুলপুর গ্রামের শত শত লোকের চলাচলের একমাত্র ভরসা খুদিরকুটি বাজার সংলগ্ন প্রাক্তন ইউপি সদস্য বাদশা মিয়ার বাড়ী হইতে পশু চিকিৎসক সফির বাড়ির সামনের রাস্তাটি সৃষ্ট গর্ত ছিল চলমান বন্যা পরিস্থিতি দেখা দেওয়ায় সৃষ্ট রাস্তার মধ্যে গর্ত টিতে বন্যার পানি ভরে যায়। এতে এলাকার শত শত লোকের চলাচলের একমাত্র রাস্তাটি বিভিন্ন যানবাহন সহ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমতাবস্থায় ২৭ জুন শনিবার স্থানীয় রাজু,মমিনুল,সবুজ,শাকিল, ডাঃ শফি, রবিউল ইসলাম,আক্তার হোসেন,আতাউর রহমান, মিজান মন্ডল, ইয়াকুব,আমির,,শাহাদত, নুর আলম এসকে সহ কতিপয় যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকোটি নির্মাণ করেন। এতে শত শত লোকের একমাত্র রাস্তার উপর বাঁশের সাঁকোটি চলাচলের পথ সুগম করেছেন বলে স্থানীয়রা জানিয়েছে।
Leave a Reply