ঢাকাThursday , 21 May 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে দেশব্যাপী চালু হচ্ছে বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস

Rupom Ahmed
May 21, 2020 10:39 pm
Link Copied!

আগামী জুন মাস থেকে বাড়ির বাহিরে বের হতে মুভমেন্ট পাস লাগবে। এই প্রক্রিয়াটি এখন পরীক্ষাধীন অবস্থায় আছে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ অনলাইনে আবেদনের মাধ্যমে উপযুক্ত কারণ দেখিয়ে বাইরে বের হওয়ার পারমিশন দিচ্ছে।

 

আবেদনের ঠিকানাঃ https://movementpass.police.gov.bd

উক্ত ওয়েব সাইটে ঢুকে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে। মুভমেন্ট পাস ক্লিক করে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করাতে হবে। তারপর আবেদনকারীর মোবাইলে একটি ওটিপি চলে যাবে। ওটিপি প্রবেশ করালে মুভমেন্ট পাসের জন্য আবেদন করতে হবে।

মুভমেন্ট পাস এর জন্য কি কি লাগবে?

১. যে থানা এলাকা থেকে যাবেন
২. যে থানা এলাকায় যাবেন
৩. আপনার নাম
৪. লিঙ্গ
৫. বয়স
৬. ভ্রমণের কারণ
৭. পাস ব্যবহারের তারিখ ও সময়
৮. পাশের মেয়াদ শেষের তারিখ ও সময়
৯. পরিচয় পত্র
১০. নিজস্ব গাড়ি কি
১১. আপনার ছবি

যে সকল কারণে আপনি বাইরে যেতে পারবেন:

১. মুদি মালামাল কেনাকাটা
২. কাঁচা বাজার
৩. ঔষধ ক্রয়
৪. চিকিৎসা
৫. চাকরি
৬. কৃষিকাজ
৭. পণ্য পরিবহন
৮. পণ্য সরবরাহ
৯. ত্রাণ বিতরণ
১০. পাইকারি/খুচরা ক্রয়
১১. পর্যটন
১২. মৃতদেহ সৎকার
১৩. ব্যবসা
১৪. অন্যান্য

পরিচয় পত্র হিসেবে কি কি ব্যবহার করা যাবে?

১. জাতীয় পরিচয় পত্র
২. ড্রাইভিং লাইসেন্স
৩. পাসপোর্ট
৪. জন্ম নিবন্ধন
৫. স্টুডেন্ট আইডি

প্রতিবার যাতায়াতের জন্য পাস নিতে হবে, একটি পাস একবার ব্যবহারযোগ্য। যাওয়া এবং আসার জন্য দুইটি আলাদা পাসের আবেদন করতে হবে।

সঠিকভাবে মুভমেন্ট পাসের জন্য আবেদন করা হলে একটি পাস পাওয়া সম্ভব। পুলিশ চেকপোস্টে/হাইওয়ে চেকপোস্টে উক্ত পাসটি দেখাতে হবে।

দেশের মানুষ ও তাদের পরিবার এবং আপনজন যেন করোনাভাইরাস এর ভয়াবহতা থেকে মুক্ত থাকে সে কারণে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে আইন মেনে ভ্রমণ করার জন্য বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।