সরকার আরিফ ইখতেখার : পাবনার সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের ৫,৬,৭,৮,৯ ওয়াডের ৫৩৫ জন দুস্থ অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণের চাউল বিতরণ করা হয়। আজ সকাল মঙ্গলবার ১০ টা থেকে এ কর্মসূচি শুরুতে ওই ইউনিয়নের চেয়ারম্যান হোসেন (বাকচী) উক্ত ওয়ার্ড সমূহের সদস্য সহ ট্যাক অফিসার ও সচিব উপস্থিত ছিলেন। গরিব দুস্থ অসহায় কর্মহীন মানুষের ৫৩৫ জনের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন। উপস্থিত দুস্থদের মাঝে চেয়ারম্যান (বাকচী) বলেন. কোভিট-১৯ করেনায় ভাইরাস থেকে মুক্ত থাকা জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদেশ উপদেশ নির্দেশ পালন করার জন্য করমজা ইউনিয়নের সকল বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ৷
Like this:
Like Loading...
সম্পর্কিত
Leave a Reply