ঢাকাMonday , 4 May 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে কাঁঠ বিক্রি করে হতদরিদের মাঝে খাদ্য তুলে দেন নূরা পাগলা

Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: উলিপুরের দলদলিয়ায় নিজ বাড়িতে ঘরের চাল বাঁধার কাঁঠ বিক্রয় করে হত-দরিদ্র ৩০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন নূর আলম (নূরা পাগলা) নামের স্থানীয় আ’লীগ’র এক গ্রাম কমিটির নেতা। চলোমান করোনা দূর্যোগে লকডাউন পরিস্তিতিতে গ্রামের খেটে খাওয়া অভাবী দিনমজুর, অসহায় বিধবা- ভিক্ষুক এবং নিজ গ্রামে কর্মহীন হয়ে পরা ভূমিহীন পরিবারের নিদারুন কষ্ট সহ্য করতে না পেরে হাতে টাকা না থাকায় বাড়িতে কিনে রাখা বিল্ডিং ঘরের চাল বাঁধার কাঁঠ বিক্রি করে অনাহারি এ সকল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দিয়ে এক বিরল দৃষ্টান্তের পরিচয় নিলেন তিনি। মানবিপূর্ণ এই নেতা উপজেলার উত্তর দলদলিয়া গ্রাম আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। জানাগেছে দীর্ঘদিন থেকে ন্থানীয় রাজনীতি, সমাজ সেবা-উন্নয়ন মূলক কর্মকান্ড ও জনপ্রতিনিধি নির্বাচনে অংশ গ্রহন করে জনগণের খুব কাচাকাচি থেকে এই নেতা দৈনন্দিন অতন্দ্র প্রহরীর ন্যায় কাজ করে আসছেন। জন মানুষের এই দূর্দিনে সরকারি সাহায্যের অপেক্ষায় না থেকে ঘর তৈরির ৩০ হাজার টাকার কাঁঠ ২০ হাজারে বিক্রি করে অনাহারী মানুষের অভাব লাঘব করে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।