ঢাকাThursday , 13 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় পুলিশকে অবরুদ্ধ করে রোহিঙ্গা সন্ত্রাসীকে ছিনিয়ে নেয়ার চেষ্টা 

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার থেকেঃ

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ২০ নং ক্যাম্পে পুলিশ দুধর্ষ সন্ত্রাসী আবু তাহেরকে আটক করে নিয়ে আসার সময় ৪/৫ শতাধিক রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে অবরুদ্ধ করে রাখে এবং ক্যাম্পের অভ্যান্তরে রাস্তায় ব্যারিকেড  দেয়।

বুধবার দুপুর ১২ টায় রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। পরে ক্যাম্পে নিয়োজিত বিশেষ আইনশৃংখলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামী সহ পুলিশকে উদ্ধার করে নিয়ে আসে। রোহিঙ্গা ক্যাম্প বর্তমানে সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। খুন, ছিনতাই, চুরি, ডাকাতি, অবৈধ ব্যবসা, নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

উখিয়ার ২২টি রোহিঙ্গা শিবিরে প্রায় ৭ লক্ষাধিক রোহিঙ্গা রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছেন রোহিঙ্গা নেতা সিরাজুল মোস্তাফা ও মোহাম্মদ নুর। সন্ত্রাসীরা দিনের বেলায় ঘুমিয়ে থাকলেও রাত হলে ক্যাম্পে ছড়িয়ে পড়ে। যার কারণে যুবতি মহিলাদের ঘরে রাখতেও তারা চিন্তিত হয়ে পড়েছে।
রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না হলে একদিন রোহিঙ্গারা স্থানীয়দের বিপক্ষে অবস্থান নেবে। তাই এখনো  সময় আছে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের খুঁজে বের করে আটক করার। তাঁরা যেহেতু আইনশৃংখলা বাহিনীর সদস্যদের উপরও চড়াও হয়ে উঠেছে তা ভাবতে হবে, এসব সন্ত্রাসী রোহিঙ্গারা কতদূর পর্যন্ত পৌছেছে।

পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী জানান, এনজিও সংস্থার লোকজন রোহিঙ্গাদের দা, কুড়াল, সরবরাহ দিয়েছে। তিনি বলেন, ওইসব রোহিঙ্গারা সাধারণ রোহিঙ্গাদের মারধর করতে দ্বিধাবোধ করেনা। সম্প্রতি ওইসব রোহিঙ্গা সন্ত্রাসীরা বালুখালী ক্যাম্পের হেডমাঝি আরিফ উল্লাহকে প্রকাশ্যে গলা কেটে হত্যা করেছে।

বুধবার ২০ নং ক্যাম্পের ঘটনার ব্যাপারে জানতে চাইলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম জানান, ক্যাম্প পুলিশ ১ জন উশৃংখল রোহিঙ্গাকে ধরে নিয়ে আসার সময় এ ঘটনা ঘটে। ওই সময় পুলিশ আত্মরক্ষার্থে ২ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে।

আটককৃত সন্ত্রাসী আবু তাহের মিয়ানমারের তুমব্রু বাজারের বাসিন্দা বলে রোহিঙ্গা নেতা মোহাম্মদ হোছন জানিয়েছেন।

উখিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, ক্যাম্প পুলিশ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করার পর তার সহযোগিরা পুলিশকে অবরুদ্ধ করে রেখেছিলো বলে জেনেছি। পরে অবশ্য আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টিম ঘটনাস্থলে গিয়ে ধৃত আসামীকে নিয়ে উখিয়া থানার পুলিশের নিকট সোপর্দ্দ করেছেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।