ঢাকাTuesday , 7 January 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Link Copied!

শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজারঃ

কক্সবাজারের উখিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে এক র্র্যালী, আলোচনা সভা ও কেক কাটা হয়। সোমবার বিকালে উখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুন।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উখিয়া -টেকনাফের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য আবদুর রহমান বদি। বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আমিনুল হক আমিন, উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নেসা, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, সাবেক ছাত্র নেতা মাহাবুর রহমান মাবুু,সাবেক ছাত্রলীগের নেতা গিয়াস উদ্দিন মিন্টু, পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মন্জুর, রত্নাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোহাম্মদ আলমগীর, উখিয়া উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইমাম হোসেন, টেকনাফ উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি সরওয়ার আলম। অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা ছাত্রলীগের নেতা আলমগীর আলম নিসা।

এসময় বক্তারা বলেন উখিয়ার রাজনীতির ইতিহাসে এ ধরনের আয়োজন কখনো হয়নি। উখিয়া ছাত্রলীগের সভাপতি মকবুল হোসাইন মিথুনের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী ঐক্যবদ্ধ রয়েছ। বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা মাদক ব্যবসায় জড়িত নই। এরা টেন্ডার বাজি করে না। মকবুল হোসাইন মিথুন ছাত্রলীগের আইডল। উখিয়ার উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। উখিয়া উপজেলার বিভিন্ন ইউনিট থেকে ছাত্রলীগের নেতা কর্মীরা মিছিল সহকারে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগদান করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।