কৌতুক- তিন : তুমিও কোথাও চলে যাও
এক লোক তার বন্ধুর বাসায় গেল। কলিং বেল টিপল। বল্টু দরজা খুলল-
লোক : তোমার বাবাকে একটু ডাকো তো।
বল্টু : বাবা বাসায় নেই, বাজারে গেছেন।
লোক : তাহলে তোমার বড় ভাইকে ডাকো।
বল্টু : বড় ভাই তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলতে মাঠে গেছেন।
লোক : তোমার মাকে ডাকো। তিনি তো বাসায় আছেন?
বল্টু : না। মা বিউটি পার্লারে গেছেন।
লোক : সবাই যখন বাইরে গেছে; তখন তুমিও কোথাও চলে
Leave a Reply